বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

অবশেষে বাইপাস সড়কের আবর্জনা অপসারনের কাজ শুরু

প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বহু প্রতীক্ষিত হবিগঞ্জ শহরের বাইপাস সড়ক হতে আবর্জনা অপসরাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে আবর্জনা অপসারণের কাজ শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল। উল্লেখ্য হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে আবর্জনার স্তুপ অপসারনের দাবী ছিল হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের। কিন্তু কোন স্থায়ী ডাম্পিং স্পট না থাকার কারনে এতদিন তা অপসারণ সম্ভব ছিল না।

বর্তমানে উত্তকুল মৌজায় হবিগঞ্জ শহর হতে প্রায় সাড়ে চার কিলোমিটার দুরে একটি এবং প্রায় চার কিলোমিটার দুরে অন্য আরেকটি পৌরসভার ডাম্পিং স্পটের ব্যবস্থা হয়। ফলে বাইপাস সড়কের পাশের প্রায় ২০ বছরের আবর্জনা অপসারন করে শহর হতে প্রায় চার কিলোমিটার দুরে পৌরসভার ২য় ডাম্পিং স্পটে অপসারন করার কাজ শুরু হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর