বৃহস্পতিবার | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

অবশেষে লাইসেন্স পেলো নগদ

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২২




জার্নাল ডেস্ক ॥ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান- নগদকে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৩০ আগস্ট) পর্ষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘কিছু শর্তসাপেক্ষে নগদকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এলওআই দেওয়া হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

প্রসঙ্গত, দেশের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যেকোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হতে হয়। কিন্তু নগদ কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি নয়। তাই তারা এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পায়নি। এখন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক অনুমোদন পেলো নগদ। এখন থেকে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে মোবাইল ব্যাংকিং পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

আজকের সর্বশেষ সব খবর