শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আগামীকাল হবিগঞ্জে আসছেন সুলতানা কামাল, ড. নজরুল ইসলাম ও শরীফ জামিল

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২২




প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি, ২০২২ বৃহস্পতিবার “হবিগঞ্জে শিল্পদূষণ থেকে নদ-নদী ও জলাশয় রক্ষার”-দাবীতে এক আলোচনা সভা সকাল ১১ টায় হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত হবে।

পরিবেশ বিষয়ক এই কর্মসূচীতে সভাপতিত্ব করবেন, বাপা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সুলতানা কামাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন-এর প্রতিষ্ঠাতা, বাপা’র সহ-সভাপতি এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান ড. নজরুল ইসলাম, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাপা’র সাধারণ সম্পাদক, শরীফ জামিল, স্বাগত বক্তব্য রাখবেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এবং বিষয়ের উপর ধারণা বক্তব্য রাখবেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশাসহ শিল্পদুশনে ক্ষতিগ্রস্থ লোকজন উপস্থিত থাকবেন।

বার্তা প্রেরক

তোফাজ্জল সোহেল
সাধারণ সম্পাদক
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), হবিগঞ্জ।
০১৭১১-৩৭১০৭৩

আজকের সর্বশেষ সব খবর