শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আ.লীগের আগে নির্বাচন কমিশনের বিচার করা হবে: মির্জা আব্বাস

প্রকাশিত : মার্চ ১০, ২০২১




জার্নাল ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অবৈধ নির্বাচন কমিশনার আওয়ামী লীগের নৈশকালীন ভোটের বৈধতা দিয়েছে। নির্বাচন কমিশনের বৈধতার ফলে আওয়ামী লীগের ভূত আমাদের উপরে চেপে বসেছে। আমি এই অথর্ব নির্বাচন কমিশনকে বলতে চাই- এই গুম, খুন, চুরি ডাকাতি কোনকিছু থেকে মাফ পাবেন না। আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনের বিচার করা হবে।

বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এই সরকারের দুরভিসন্ধির কোনো সীমা নেই। ষড়যন্ত্র ছাড়া এই সরকার কিছু বোঝে না। ষড়যন্ত্রের মাধ্যমে এই সরকার ক্ষমতায় টিকে আছে।

সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারা বিশ্বে বাংলাদেশের ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশে গুম-খুন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। জাতিসংঘ ভোট চুরি মানবাধিকার হরণের বিরুদ্ধে তালিকা তৈরি করছে। বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে আপনারা অনেক দিন ক্ষমতায় আছেন, দয়া করে এখন আপনারা সরে দাঁড়ান।

আজকের সর্বশেষ সব খবর