শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

আ.লীগের দুই গ্রুপের একই স্থানের কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা

প্রকাশিত : আগস্ট ২৭, ২০২১




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে একই স্থানে আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার ফলে অনুষ্ঠান পন্ড হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট ) সকালে উপজেলার গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় এমপি বজলুল হক হারুন সমর্থক সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম শরীফ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন।

পরে একই স্থানে সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপির সমর্থক গালুয়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া পারভেজও শোক দিবসের আয়োজন করেন।

এতে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে সমঝোতা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, একই স্থানে দুইপক্ষ কর্মসূচি দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে শান্ত করা হয়েছে। এখন তারা দুই পক্ষ দুই দিনে অনুষ্ঠান করবে বলে স্বীকার করেছে।

আজকের সর্বশেষ সব খবর