বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ইউক্রেন ছেড়ে পালাচ্ছে রাশিয়ার বাহিনী

প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২২




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইউক্রেনের খারকিভের দখল করা অনেক এলাকা ছেড়ে চলে গেছে রাশিয়ার বাহিনী। তারা সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ফিরে গেছে বলে সোমবার একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, পিছিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সামরিক সরঞ্জাম পরিত্যাগ করার খবর পাওয়া যাচ্ছে, ‘যা রাশিয়ার অসংগঠিত কমান্ড এবং নিয়ন্ত্রণের ইঙ্গিত হতে পারে।’

ইউক্রেনের জেনারেল স্টাফরা জানিয়েছেন, তাদের সেনারা সোমবার ২০টিরও বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে। ইউক্রেনের বাহিনী রুশ সেনাদের দখল করা অঞ্চলের গভীরে প্রবেশ করেছে।

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে অগ্রগতির কথা উল্লেখ করে মার্কিন ওই সামরিক কর্মকর্তা বলেছেন, ‘এটা স্পষ্ট যে তারা তীব্র লড়াই করছে। আমরা দেখছি যে, গোলা ও বিমান হামলা অব্যাহত আছে।’

ইউক্রেন থেকে রুশ সেনাদের পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খারকিভের আশেপাশে স্থলভাগের পরিস্থিতি আমরা মূল্যায়ন করে দেখছি যে, রাশিয়ার বাহিনী মূলত তাদের দখলকৃত অঞ্চটল ইউক্রেনীয়দের কাছে ছেড়ে দিয়েছে এবং উত্তর ও পূর্ব দিকে সেনা প্রত্যাহার করেছে। এদের অনেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ায় চলে গেছে।’

ইউক্রেন জানিয়েছে, তারা দোনেতস্ক অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ এলাকায় রাশিয়ার অগ্রগতির প্রচেষ্টাকে প্রতিহত করেছে।

আজকের সর্বশেষ সব খবর