শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ঈদে ঢাকা ছেড়েছে ৬০ লাখের বেশি মানুষ

প্রকাশিত : মে ১৩, ২০২১




জার্নাল ডেস্ক : ঈদের ছুটিতে অন্তত ৬০ লাখের বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। গণপরিবহন বন্ধে সাধারণ মানুষ প্রাইভেটকার, ট্রাক, পিকআপ ভ্যান আর সামর্থবানরা বাড়ি গেছেন বিমানে করে। মোবাইল ফোন ব্যবহারকারী থেকে এ তথ্য জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার একদিন আগে আট দিনের তথ্য দিয়ে ৬০ লাখের বেশি মানুষের ঢাকা ত্যাগের খবর জানিয়েছেন।

ফেসবুক ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, করোনার সামনের দিনের সম্ভাব্য ভয়ঙ্করতার কিছু তথ্য তুলে ধরছি।

‘গত ৪ থেকে ১১ মে ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন। এর মধ্যে গ্রামীণের সিম ব্যবহারকারী ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২, রবির সিম ব্যবহারকারী ৫ লাখ ২৮ হাজার ৩৯৩, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ ও টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৬৪ হাজার ৮০৩ জন। ’

মোস্তাফা জব্বার আশঙ্কা প্রকাশ করে বলেন, ওরাতো সবাই ফিরবে। আমরা জানি না কতটা নিরাপত্তাসহ তারা ফিরবে। কতজন করোনা বহন করে আনবে অথবা কতজন করোনা ঢাকা থেকে বহন করে নিয়ে গেছে।

আজকের সর্বশেষ সব খবর