রবিবার | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

করোনাকালে ত্রাণ পেতে ৩৩৩ নম্বরে ফোন বাড়ছে

প্রকাশিত : মে ৯, ২০২১




জার্নাল ডেস্ক : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনাকালে কর্ম হারিয়ে আর্থিক সংকটে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন। দেশের মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে। ৩৩৩ নম্বরে ফোন করে সাত লাখ মানুষ খাদ্য সহায়তা পেয়েছে। আরো প্রায় ১ কোটি মানুষের মোবাইলে আড়াই হাজার টাকা করে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বেলা ১১টায় সিংড়ায় পৌরসভাসহ ১২টি ইউনিয়নে সাড়ে ২৪ হাজার পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ১ কোটি ১ লাখ ২৫ হাজার ভিজিএফের নগদ অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর