শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

কাল থেকে সব সিটিতে চলবে গণপরিবহন

প্রকাশিত : এপ্রিল ৬, ২০২১




জার্নাল ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল সিটি করপোরেশন এলাকায় বুধবার (৭ এপ্রিল) থেকে সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে নিজের সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ওই সব পরিবহন সিটি এরিয়ার বাইরে যেতে পারবে না এবং সিটি এরিয়ার বাইরে থেকে অন্য কোনো পরিবহন ঢুকতে পারবে না। সিটি করপোরেশনের আওতার বাইরে কোনো পরিবহন চলাচল করবে না।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। যার কারণে সারাদেশে গণপরিবহনসহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তবে লকডাউনের একদিনের মাথায় সিদ্ধান্তে পরিবর্তন আনলো সরকার। সিটি এরিয়ায় গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত দিয়েছে তারা।

আজকের সর্বশেষ সব খবর