শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

কিসের সংলাপ, কোনো লাভ হবে না : মির্জা ফখরুল

প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২২




জার্নাল ডেস্ক ॥ নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এ সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার আবারও ক্ষমতায় থাকার জন্য নানা কলাকৌশল করছে। সংলাপ, রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন। কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছেন। এই সংলাপ অর্থহীন। কোনো লাভ হবে না। কারণ নির্বাচন কমিশনের কিছুই করার নাই, নির্বাচনকালীন যদি সরকার নিরপেক্ষ না হয়। তাই আমাদের কথা হচ্ছে, সবার আগে বেগম খালেদা জিয়ার মুক্তি দিন এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিন। এর বাইরে আর কোনো পথ নেই।’

তিনি বলেন, ‘দেশের সকল রাজনৈতিক দল ও বিশিষ্টজনসহ সবাইকে বলতে চাই আসুন, ‘‘খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র’র ভিত্তি এই দুটোকে একসঙ্গে করে সবাই ঐক্যবদ্ধ হই। বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই। ১৯৭১ সালে আমরা জিয়াউর রহমানের আহ্বানে সেদিন ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, লড়াই করেছিলাম এবং বিজয় ছিনিয়ে এনেছিলাম। তাই আবারও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে এনে সত্যিকারের একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি। ’

গত দুই মাস ধরে দেশনেত্রীর মুক্তির জন্য আন্দোলন করছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিগত দুই মাস ধরে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে দেশনেত্রীর মুক্তির জন্য আন্দোলন করছি। সারা দেশে অসংখ্য সমাবেশ করেছি। প্রত্যেকটি সমাবেশ থেকেই লাখো মানুষের কন্ঠ থেকে একটি আওয়াজই বের হয়েছে, খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। কেন দেশের মানুষ তার মুক্তি চায়। কারণ দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তিনি সমৃদ্ধ রাষ্ট্র গড়বার প্রতীক। এই কিছুই দেশনেত্রীর মুক্তি দিতে চান না। কেন চান না? তারা জানে দেশনেত্রী যদি মুক্ত হন, তাহলে জনতার যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে তাতে করে তারা (সরকার) টিকে থাকতে পারবে না। ’

তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ১৩ হাজার মাইল দূরে রয়েছেন। ওয়ান ইলেভেন সরকার আটক করে নির্যাতন করে তাকে পঙ্গু করে দিয়েছিল হত্যার উদ্দেশ্যে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে আসার পথ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আজকে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের পাঁচ শতাধিক মানুষ গুম হয়ে গেছে। আমাদের হাজারো নেতাকর্মীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। দেশের মানুষ আজ আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে গেছে। ’

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী দেশ ও জাতির সামনে বক্তব্যে রেখেছেন। সেই বক্তব্যে বলেছেন, তিনি তার শাসন আমলে এদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। আর ২০৪১ সাল পর্যন্ত যদি তাকে আপনারা থাকতে দেন তাহলে এদেশে সে একটা শক্তিশালী, একটা সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করবেন। গত ১৩ বছরে এই দেশে মানুষ আরও গরীব হয়েছে। চার কোটির বেশি মানুষ বেকার হয়ে গেছে। ছয় কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে। বড় লোক বড় লোক হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা যারা অন্যায়ভাবে ক্ষমতার সুযোগগুলো গ্রহণ করছে তারা বিভিন্ন দেশে টাকা পাচার করে তাদের সম্পদকে রক্ষা করতে চাচ্ছেন।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এখন আমাদের কথা বলার দিন শেষ, এখন সামনে এগুনোর দিন। এই সরকার করোনার আবির্ভাব দেখিয়ে আবার আমাদের সভা-সমাবেশ বন্ধ করতে পারে। সরকারকে বলব, এতে করে কোনো লাভ হবে না। ১৪৪ ধারা জারি করলেন, লাভ হয়নি। দেশের মানুষ আপনাদের ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশ করেছে। অতএব আপনাদেরকে যেতেই হবে। অচিরেই শেখ হাসিনার দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।’

নেতাকর্মীদের উদ্দেশে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আপনাদেরকে কাফনের কাপড় পড়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজকের উপস্থিতি দেখে প্রমাণ হয়েছে মানুষ জেগেছে। সারা দেশে বিএনপি যে সভা সমাবেশ করছে সেখানে লাখ লাখ মানুষ জমায়েত হচ্ছে। এখানে সমাবেশ হচ্ছে। কিছু দূরে হাইকোর্ট। তার সামনে অনেক পুলিশ, রাইফেল ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছে। দুই মাস আগেও এ ধরনের সমাবেশ হলে পুলিশ লাঠি নিয়ে আমাদের ওপর হামরা করতো, এখন করে না। কারণ পুলিশ বুঝে গেছে, এই সরকারের কথায় গত ১২-১৩ বছর ধরে জনগণের ওপর যে জুলুম করেছে তাতে গরীব সিপাইদের কোনো লাভ হয়নি। এখন পুলিশ এগুলো করতে চায় না। এই সরকার শুধুমাত্র লুট করেছে। এবার তারা ধরে খেয়েছে। এখন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের ঘুম নেই। এরা সবাই এখন দেশের মধ্যে আটকা পড়েছে। ’

তিনি বলেন, ‘খালেদা জিয়া শুধু দেশের সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন নন, তিনি যদি দেশবাসীর কাছে হাসপাতালের বেডে শুয়েও দেশবাসীর কাছে দোয়া চাইতে আসবেন-তাহলে এই রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জায়গা দেওয়া যাবে না। খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই সরকার তাকে মুক্তি দিচ্ছে না। আন্দোলন চালিয়ে যেতে হবে। এই সরকারের সঙ্গে লড়াই চাই, কোনো আপোস নেই।’

‘প্রতিহিংসার বিচারে বন্দি গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি’তে শীর্ষক এই সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিএনপি নেতা আব্দুস সালাম, ফজলুল হক মিলন, শিরীন সুলতানা, ডা. রফিকুল ইসলাম রফিক, মীর সরফত আলী সপু আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিরুল ইসলাম খান আলীম, আমিনুল হক, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, যুবদলের সাইফুল আলম নিরব, এস এম জাহাঙ্গীর, গোলাম মাওলা শাহীন, মহিলা দলের সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, ফকরুল ইসলাম রবিন, নজরুল ইসলাম, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। ২০ দলীয় জোটের কল্যাণ পার্টির এনডিপির আবু তাহের, লেবারপার্টির মোস্তাফিজুর রহমান ইরান।

মানব সমাবেশকে কেন্দ্র করে সকাল ৯টা থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়। এ সময় খালেদা জিয়ার মুক্তি এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তুলেন তারা। সমাবেশকে ঘিরে প্রেসক্লাবের আশপাশে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করেছেন তারা।

আজকের সর্বশেষ সব খবর