মঙ্গলবার | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষিপ্ত অভিনেত্রী ভাবনা

প্রকাশিত : এপ্রিল ৫, ২০২১




বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। এরই মধ‌্যে বেশ কটি বই প্রকাশিত হয়েছে তার।

এবারের বইমেলায় প্রকাশিত ‘গোলাপী জমিন’ উপন্যাস নিয়ে বিভিন্ন সংবাদমাধ‌্যম খবর প্রকাশ করেছে। অনলাইনে প্রকাশিত এসব খবরের মন্তব‌্য বক্সে নেটিজেনরা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ নিয়ে বেশ চটেছেন আশনা হাবিব ভাবনা।

এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি মন্তব‌্যের স্ক্রিনশট শেয়ার করেছেন। এতে তিনি লিখেন—এত এত বাজে কথা! সত্যি কোথায় আছি আমরা? আপনি যদি ইন্টারনেটে লোকদের অবমাননা করেন তবে আপনার অবশ্যই অভ্যন্তরে কুৎসিত হতে হবে। এত কুৎসিত মানুষ হতে পারে? এটা ধীরে ধীরে খুব মজার বিষয় হয়ে যাচ্ছে? যে লোকেরা নিজেকে ভালোবাসে তারা অন্য ব্যক্তিকে আঘাত করে না। আমরা যত বেশি নিজেদেরকে ঘৃণা করি, ততই আমরা অন্যেকে নিয়ে হাসাহাসিতে মেতে উঠি। তার মানে কি আমরা এতই কর্মহীন যে, সারাক্ষণ তারকাদের বাজে মন্তব‌্য করাই আমাদের একমাত্র কাজ।’

ভাবনার দেওয়া স্ট্যাটাসের নিচে দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকেই মন্তব্য করেছেন। এই তালিকায় রয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির, আঁখি আলমগীর, সংগীত পরিচালক ইমন সাহা, অভিনেত্রী বন্যা মির্জা, অরুণা বিশ্বাস, শ্রাবস্তী দত্ত তিন্নি, মৌটুসী বিশ্বাস প্রমুখ।

এবারের বই মেলায় ভাবনার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে। বইমেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হবে বইটি।

২০১৮ সালে প্রকাশিত হয় আশনা হাবিব ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। এরপর প্রকাশিত হয় ‘তারা’ উপন্যাসটি।

ভাবনা এ পর্যন্ত বেশকিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। সিনেমাটি গত বছর সারাদেশে মুক্তি পায়। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।

আজকের সর্বশেষ সব খবর