শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

খালেদা জিয়ার নেতৃত্বেই আওয়ামীলীগের পতন হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করে আওয়ামীলীগ সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। আদালতকে কাজে লাগিয়ে ফরমায়েশী রায়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করেছে। কিন্তু জনগণের ভোট চুরি করে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার দেশের মানুষের হৃদয় থেকে খালেদা জিয়ার নাম মুছে ফেলতে পারেনি। খালেদ জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। যার জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে স্বৈরচার এরশাদের পতন হয়েছিল, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। ইনশাআল্লাহ, খালেদা জিয়ার নেতৃত্বেই আওয়ামীলীগের পতন হবে, আবারও মানুষের ভোটাধিকার ফিরে আসবে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। এ জন্য কঠিন আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে। শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি দিবেন। সেই আন্দোলনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তিনি যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

তিনি গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শায়েস্তানগরস্থ দলের কার্যালয়ে হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিম।

সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের সহ সভাপতি মোশাহিদ আলম মুরাদ, প্রভাষক কামরুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, রবিউল আলম রবি, মোঃ আরব আলী, নজরুল ইসলাম কাওছার, মোঃ জমির আলী, আব্দুল কাইয়ুম, আব্দূল হান্নান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হেলাল আহমেদ টিপু, মালেক শাহ,সাদিকুর রহমান লিটন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুমন, সহ দপ্তর সম্পাদক শাহীন আলম, সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাদল, আইন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেক আহমেদ তাহির, কৃষি বিষয়ক সম্পাদক শাহানুর রহমান আকাশ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ রানা, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজিউর রহমান রানা, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, সদস্য নুরুল হক জি এম, আকতার হোসেন, শেখ সোহেল, মাহবুবুর রহমান মালু, হান্নান,শামীম, আমিরুল ইসলাম আখন্জি, আব্দুল হান্নান নানু, আল আমিন, কাউন্সিলর মোঃ জালাল মিয়া, শামীম আহমেদ, জীবন, রাকিব, দিপু, সাব্বির, মাসুক আহমদ মাসুক, রাজিব, শাহেদ আহমদ রিপন, জয়নাল আবেদীন, বজলু, শরীফ, মোহাম্মদ আলমগীর মিয়া, জান্নাত, রিয়াদ, তানবীর, রহিম আবু সুফিয়ান পারভেজ, শাহেদ আহমেদ চৌধুরী রিপন, মোঃ অনু মিয়া, আল আমিন সোহাগ, শামীম আহমেদ নাসির, জাহিদ হাসান কবির, জুয়েল রানা, জহিরুল ইসলাম সোহেল, শামিম মিয়া, আমিনুল হক, ওয়াহিদুজ্জামান মুরাদ, মাহফুজুর রহমান মাহবুব, আল আমিন, শেখ মোতাক্কিন, মোক্কারম হোসেন রন্টি, ইমান আলী, মোঃ ইসহাক খান, এম ডি দুলাল, শিফন আহমেদ আসকির, সোহাগ চৌধুরী মানিক, নাসির উদ্দিন আফরুজ, জানারুল আলম জানু, যাত্রাবর, মিলন ভূঁইয়া, মাসুক আহমদ, কামরুল হাসান মাসুম, আইয়ুব আলী, রেজানুর, বাবু, জাকির, মোঃ ভিংরাজ প্রমূখ।

 

আজকের সর্বশেষ সব খবর