বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

গুমের তালিকার ৩৫ জনকে আমরা খুঁজছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২২




জার্নাল ডেস্ক ॥ মানবাধিকার সংস্থাগুলোর তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৩৫ জনকে খুঁজছে সরকার। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুমের কথা বলে হাজার হাজার। তখন আমি বললাম তালিকা দেন। এরপর মানবাধিকার সংস্থা থেকে লিস্ট এল ৭৬ জনের। পরে দেখা গেল এরমধ্যে ১০ জন বিএনপির অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আর ৩৫ জনকে আমরা নিজেরাই খুঁজছি, যারা জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত। আবার একজনকে দেখা গেলো জেলে রয়েছেন। আরেকবার শুনলাম ৬ শ জন গুম।’
সম্পর্কিত খবর

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছিলেন। এখানে আমরা সবাই বাঙালি, সেই চেতনা ধারণ করে এগিয়ে চলছি। তবে দু-এক জায়গায় অসঙ্গতি যে হয়নি তা বলবো না। সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাঙালি।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা কেন সংখ্যালঘুর কথা বলেন আমার জানা নেই। এখানে আমরা সবাই একসঙ্গে চলি। তাই সংখ্যালঘু বলবেন না। যদি এটি বলতেই থাকেন তাহলে আমরা ব্যথিত হই। সংখ্যালঘু-সংখ্যাগুরু আমি বুঝি না, আমি বুঝি সবাই বাঙালি। সবাই মিলে আমরা এগিয়ে যাবো।’

মুক্তিযুদ্ধে শহীদদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত। এখানে হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান না মুসলিমের রক্ত আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না।’

ভূমি দখলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনারা ভূমি দখলের কথা বললেন, এর সঠিক ফিগারটা আমার জানা নেই। তবে আপনাদের কাছে আমি এর বিস্তারিত চাই। কোথায় কার দ্বারা কবে, ঘটনার বাদী-বিবাদী ডিটেইল চাই। আমি দেখবো কেন বিচার হয়নি, কেন প্রতিকার হয়নি?’

নারীর ক্ষমতায়নের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে নারীর ক্ষমতায়নের কথা বললেন। কীভাবে তাদের এগিয়ে যেতে হবে সেই পথনকশা দিলেন। ফলে নারীরা আজ সবক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় দিয়ে এগিয়ে চলছেন।’

মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে আলোকিত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাবো। নারীদের সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না।’

সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা, মিডিয়া ব্যক্তিত্ব মুন্নী সাহা প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর