শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার; কাল থেকে কাজে যোগ!

প্রকাশিত : আগস্ট ২০, ২০২২




জার্নাল প্রতিবেদক ॥ মজুরি বৃদ্ধির আশ্বাসের পর আন্দোল প্রত্যাহার করলো চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর দফতর চা শ্রমিকদের ১৪৫ টাকা মজুরি করার ঘোষণার পর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শ্রম দফতরে বৈঠক বসে শ্রমিকরা। বৈঠকে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে। কাল থেকে কাজে যোগ দিবে শ্রমিকরা।

শনিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া বলেন, ‘১৪৫ টাকা মজুরির প্রস্তাবে আন্দোলনরত শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তবে তাদের বিষয়টি পুনর্বিবেচনার দাবী জানিয়েছেন।’

ধর্মঘটের অষ্টম দিনে ফের চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার। শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

এদিকে, আজ বিকেলে সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিক নেতাদের নিয়ে বসবেন স্ব স্ব জেলা প্রশাসক।

প্রসঙ্গত, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন করছিল বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। গত আট দিনে সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেও মজুরি নিয়ে কোনো সমাধান না হওয়ায় শ্রমিকেরা নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল করে যাচ্ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর