বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, গ্রেপ্তার ৪

প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৩




চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওমান প্রবাসির স্ত্রীকে বেত্রাঘাত করা হয়েছে। এ ঘটনায় ভোক্তভূগী নারীর অভিযোগের প্রেক্ষিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়জুম গ্রামের বাসিন্দা হাফেজ নুরুল ইসলাম (৩৫), বায়েজিদ হোসেন (৭০), আকবর আলী (৬৮) ও আতিক উল্লাহ (৫০)। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক।

জানা যায়, বড়জুম গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়া একজন ওমান প্রবাসি। তার স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গত ৪ এপ্রিল রাতে এক সালিশ বিচারের আয়োজন করে গ্রামবাসি। বিচারে ওই নারীকে ৮২টি বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তাকে করা হয় বেত্রাঘাত। এছাড়াও ওই নারীকে এক মাস ঘর থেকে বাহির হতেও নিষেধ করা হয়। স্ত্রীর এমন খবর পেয়ে গত বৃহস্পতিবার দেশে ফিরে আসেন প্রবাসি স্বামী। নির্যাতনের বিষয়ে বিচারের জন্য তিনি আইনের আশ্রয় নিতে চাইলেও গ্রামবাসী ওই প্রবাসীকে বাঁধা দেন। এক পর্যায়ে ভোক্তভূগী নারী নিজেই বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দেন।

নির্যাতনে শিকার ভোক্তভূগী নারী জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন ভিত্তি নেই। গ্রামের কিছু মাতব্বর বিষয়টি অতিরঞ্জিত করে সালিশ বৈঠকের মাধ্যমে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে। তিনি বলেন, ঘটনার পর থেকে লজ্জায় আমি ঘর থেকে বের হতে পারছি না। আমার স্বামী দেশে আসার পর গ্রামবাসী তাঁকেও ভুল বোঝানোর চেষ্টা করছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক জানান, ওই নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। পাথর নিক্ষেপ করা হয়ছে কি না এবং কয়টি বেত্রাঘাত করা হয় তা জানা যায়নি। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সর্বশেষ সব খবর