শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২১




চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল।

সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল জানান, অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আজকের সর্বশেষ সব খবর