শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

চুনারুঘাটে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

প্রকাশিত : মার্চ ২৪, ২০২১




চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে টিএইচও ডাক্তার মোজাম্মেল হক ও আরএমও ডাক্তার ফাতেমা হক উপস্থিতিতে এই দিবসটি পালন করা হয়।

আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জাতীয় যক্ষ্মা, পুষ্টি কর্মসূচির আয়োজনে ও হীড বাংলাদেশের সহযোগিতায় যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই মহামারীর নির্মূলে দিবসটি পালিত হয়।

১৮৮২ সালের এই দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার এবং এর রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙিকার,যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়া’

শেখ জসিম সঞ্চালনায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সদস্য আসাদুল আলম সুজন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর