শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

চুনারুঘাটে ২৫০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ

প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২১




চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে টাস্কফোর্সের অভিযানে বৈধ চালান ও মূসক বিহীন ৫৩ বস্তাভর্তি ২ হাজার ৫০০ কেজি চা পাতা উদ্ধার করে জব্দ করা হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তথ্য জানালেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১০টায় চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর বস্তি ও রহমতাবাদ গ্রামে পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ সমন্বয়ে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ওই এলাকার দুইটি বাড়ী থেকে জব্দ করা হয় বৈধ চালান ও মূসক বিহীন এবং ভারতীয় বস্তা সম্বলিত মিলিয়ে ৫৩ বস্তায় প্রায় ২৫০০ কেজি চা পাতা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান- জব্দ করা চা পাতার মধ্যে কিছু বস্তায় ছিল ভারতীয় লেখা। জব্দ করা চা পাতার বৈধ চালান ও মূসক বিহীন থাকায় চুনারুঘাট থানায় নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সর্বশেষ সব খবর