শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের উপহার বিতরণ

প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২১




এম এস জিলানী আথনজী, চুনারুঘাট ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দকৃত এলজিএসপি-৩ প্রকল্পের উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন, ১০জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার, ২টি সরকারি প্রাঃ বিদ্যালয়ে ১৪ সেট ডেস্ক ও ব্রেঞ্চ, ৩টি কমিউনিটি ক্লিনিকে চেয়ার-টেবিল বিতরণ করা হয়।

আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, প্রাক্তন মেম্বার হাসন আলী, ইউপি সদস্য বশির আহমেদ ভূইয়া দুলাল, শফিকুর রহমান সাফু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্না, মাষ্টার জালাল উদ্দিন ও মতিউর রহমান, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম আজাদ, সহ সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, সাংবাদিক নুরুল আমিন, প্রাক্তন মেম্বার মানিক মিয়া, ওয়ার্ড মেম্বার আঃ রউফ, ফরিদ আহমেদ, সোহেল কালাম আজাদ, শাফিয়া বেগম, গুল বাহার, বিঝলা খানু, আজগর আলী, নটবর, চন্দ্র তাতী ও কালিশীড়ি ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ হান্নানসহ ইউনিয়নের সকল শিক্ষক মন্ডলী এবং রাজনৈতিক দলের নেতা-কর্মী।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ আহমেদ। মালামাল বিতরণের পূর্বে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তার সঙ্গে ছিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক মন্ডলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজকের সর্বশেষ সব খবর