শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ছাত্রলীগের সম্মেলন দ্রুত সম্পন্নের নির্দেশ দিলেন শেখ হাসিনা

প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২২




জার্নাল ডেস্ক ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে আল নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, আমাদের সরাসরি অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঙ্গে এই প্রথম আমাদের গণভবনের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ হয়। দায়িত্ব নেয়ার পর গণভবনেই দেখা হয়েছে। সাক্ষাৎকালে তিনি আমাদের কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য বলেন। একইসঙ্গে সারাদেশের যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ সেখানে কমিটি দিতে বলেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারনী পর্যায়ের একটি সূত্র জানায়, ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরে হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। তবে এর আগে অবশ্যই ঢাকা মহানগরসহ সব মেয়াদোত্তীর্ণ কমিটি দিতে হবে।

আজকের সর্বশেষ সব খবর