শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৩




জার্নাল প্রতিবেদক ॥  হবিগঞ্জ সদর উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ই জানুয়ারি) সকালে উপজেলার পরিষদ সভাকক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার।

নিরাপদ খাদ্য অফিসার শাকিব হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, পৌর সচিব ফয়েজ আহমেদ প্রমূখ।

সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার নিরাপদ খাদ্যের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা তুলে ধরেন এবং খাদ্য নিরাপদ রাখা সম্পর্কে আলোচনা করেন। নিরাপদ খাদ্যের ব্যাপারে সবাইকে আরো সচেতন হওয়া এবং জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান। পরে তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর