বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

জেলা আওয়ামী লীগের স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন

প্রকাশিত : মার্চ ২৭, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে দূর্জয় স্মৃতি সৌধে পুস্পস্বক অর্পণ করা হয়।

এর পর পর্যায়ক্রমে শায়েস্তানগর কবরস্থানে সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক মরহুম এডভোকেট মোস্তফা আলী, দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতি, উমেদনগরে অবস্থিত মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এম এ রব ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হোমেন উমদা মিয়ার কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি,সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, মোহাম্মদ আলী টিপু,আতাউর রহমান সেলিম, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটো, মশিউর রহমান শামীম, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট আফিল উদ্দিন, আবুল কালাম আজাদ, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট নুরুল হোসেন তালুকদার, মস্তোফা কামাল আজাদ রাসেল, হুমায়ুন কবির রেজা, মিজানুর রহমান শামীম, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাইদুর রহমান ও মহিবুর রহমান মাহি।

এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ওই দিন রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আজকের সর্বশেষ সব খবর