বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

জৈব বালাইনাশক ও বিশ মুক্ত খাদ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের জৈব বালাইনাশক ও বিশ মুক্ত খাদ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি)হবিগঞ্জ সদর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়াতনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস ফেরদৌস আরা বেগম, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শামছুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩নং তেঘরিয়া ইউপি চেয়ারম্যান এম এ মোতালিব, লস্করপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান হিরু, নিজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, গোপায়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মন্নান, লোকড়া ইউপি চেয়ারম্যান কায়ছার রহমান প্রমুখ্।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলাম বলেন, কৃষিউৎপাদন বৃদ্ধি এবং চাষাবাদকে আরো লাভজনক করতে কৃষকদের দক্ষতা বাড়ানো চাই। এছাড়াও পণ্যকে প্রক্রিয়াজাতকরণ করার জন্য তাদের উন্নত ধারণা থাকা দরকার। আর তা প্রয়োগের মাধ্যমেই পণ্যকে গুণগত করা যাবে।  সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

এই প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তা ও কৃষকসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

আজকের সর্বশেষ সব খবর