বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ঝালকাঠিতে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৩




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ তেইশ পেরিয়ে চব্বিশে একুশে টেলিভিশন, ঝালকাঠিতে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যে দিয়ে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার বিকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির হলরুমে একুশে টেলিভিশন এর ২৪ বছর পূর্তিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একুশে টিভির ঝালকাঠি প্রতিনিধি প্রতিনিধি আজমীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল,রেজাউল করিম,দিবস তালুকদার, খালিদ হাসান,খলিলুর রহমান, সাইদুল ইসলাম, বুলবুল আহমেদ,কামরুল হাসান মুরাদ প্রমূখ।

বক্তারা বলেন, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশ স্বাধীনের পর দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একুশে টিভি। পরে প্রতিষ্ঠার ২৪ বছর পদার্পণে একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে অথিতিরা।

আজকের সর্বশেষ সব খবর