শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৮দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২২




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৮দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৯ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক মাদ্রাসা শিক্ষক অংশগ্রহন করেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃর্ক রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করন ও ৮ দফা দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে এ দাবী জানান,বক্তারা।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন করন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থাগিতাদেশ প্রত্যাহার করন সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের চলমান সমস্যা সমাধানের দাবী করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আঃ কুদ্দুস।

বক্তব্য রাখেন মোঃ হাসান মাহমুদ (আবু মোল্লা)। উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ রাকিব হোসেন, মাওলানা কবির উদ্দিন, মোঃ হেমায়েত উদ্দিন, হাফেজ আঃ রহমান,ক্বারী আঃ শুক্কুর, মাওলানা মোঃ আনিছুর রহমান, মাওলানা মোঃ হেলাল উদ্দিন, মাওলানা আবুল হোসেন, মোঃ রিগান হোসেন, মোঃ জাহিদুল ইসলাম পলাশ, ফেরদৌসি বেগম, রানা প্রমুখ। উক্ত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

আজকের সর্বশেষ সব খবর