শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

টালিগঞ্জে শুটিং বন্ধ

প্রকাশিত : মে ১৬, ২০২১




বিনোদন ডেস্ক : করোনায় এবার টালিগঞ্জের শুটিং বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার কথা বলছেন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস। শর্তসাপেক্ষে তিনি শুটিং চালানোর অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘জি নিউজক’কে স্বরূপ বিশ্বাস বলেন, এই শিল্পে কাজ করলেই টাকা পাওয়া যায়। তাই শর্তসাপেক্ষে ছাড়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। এ বিষয়ে আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

৭০০ জনেরও বেশি টালিগঞ্জের কলাকুশলীদের রেপিড টেস্ট করানো হয়। এদের মধ্যে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বেশিরভাগ হেয়ারড্রেসার, মেকআপ আর্টিস্ট, ড্রেসার, মেকআপ সহকারি।

আগামী দুই সপ্তাহ জরুরি পরিষেবা ছাড়া বাকি সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে দেশটিতে। এর আগে লোকাল ট্রেন বন্ধ করা হয়েছিল। এবার বাস, মেট্রো ও ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা করা হলো।

আজকের সর্বশেষ সব খবর