শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে কৃষকের আম বাগানের গাছ কেটে দিল দূর্বৃত্তরা

প্রকাশিত : মে ৫, ২০২১




রেদওয়ানুল হক মিলন , ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে আম বাগানের গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া উঠেছে। মঙ্গলবার (৪ মে) ইউনিয়েনর ধনিরহাট ডালিমপাড়া গ্রামের তাসাদুজ্জামানের ২৪ শতক জমির আম বাগানের ৭২ টি আম গাছের মধ্যে ৪৩টি আম গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

জানাযায়, তাসাদুজ্জামান ২৪ শতক জমিতে আম বাগান ও মরিচ চাষ করেন। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কিছু দূর্বৃত্ত তার আম বাগানের ৪৩টি আমগাছ কেটে ফেলে দেয়। এতে বাগান মালিক তাসাদুজ্জামানের প্রায় ৮৫ হাজার টাকা ক্ষতি হয় বলে জানান তিনি।

বাগান মালিক তাসাদুজ্জামান জানান, আমি ২৪ শতক জমিতে আমরুপালী ৭২ টি গাছ রোপণ করি। তার মধ্যে ৪৩টি গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা। আমি থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার বলেন, বাগানের গাছ কেটে দেওয়ার কথা আমি শুনেছি। যারা এই জঘন্য কাজটি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান জানান, অপরাধী যেই হোক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সর্বশেষ সব খবর