শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত : এপ্রিল ৯, ২০২১




রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে ইউপি সদস্যদের ভাতা আত্মসাৎ করার অভিযোগে উঠেছে। ৪ বছর ধরে ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই ইউনিয়নের সদস্যরা।

জানাযায়, ২০১৮ সালে ২ বছর সম্মানি ভাতা না পেয়ে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে ১২ ইউপি সদস্য অভিযোগ করলে উপজেলার সেনগাঁও, জাবরহাট ইউনিয়নের দুই চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে সময় মত ভাতা প্রদান ও সুষ্ঠ ভাবে পরিষদ পরিচালনা করবেন বলে তিনি লিখিত অঙ্গীকার করলে অনাস্থার আবেদনটি প্রত্যাহার করে নেন ইউপি সদস্যরা। এর পর এক মাসের ভাতা দেয়ায় পর আর কোন ভাতা দেননি তিনি। বকেয়া ভাতা পরিশোধের দাবিতে রবিবার (৪ এপ্রিল) আবারো চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন ভাতা বঞ্চিত ইউপি সদস্যরা।

ভাতা বঞ্চিতরা জানান, আমরা ৪ বছর ধরে কোন সম্মানি ভাতা পাচ্ছি না। ইউনিয়নে পর্যাপ্ত আয় হলেও আমাদের ভাতা দিচ্ছে না চেয়ারম্যান। সদস্য প্রতি ২লক্ষ ২ হাজার ৪’শ টাকা ভাতা পাবো আমরা। ভাতার কথা বললেই তিনি আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। এবং বিভিন্ন বরাদ্দের হিসাব চাইতে গেলে হিসাব না দিয়ে তিনি আমাদের সাথে নোংরা ব্যবহার করেন।

এবিষয়ে বৈরচুনা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, সদস্যদের ভাতা দেয়ায় মতো ইউনিয়ন পরিষদ ফান্ডে কোন টাকা নেই।

এব্যাপারে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

আজকের সর্বশেষ সব খবর