বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ডিজে গানের শব্দে ৬৩ মুরগির মৃত্যু!

প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২১




আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের ওডিশায় একটি বিয়ের অনুষ্ঠানে ডিজে গানের শব্দে খামারের ৬৩টি মুরগি মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য থানায় মামলাও করেছেন ওই খামারের মালিক। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত ২১ নভেম্বর স্থানীয় সময় মাঝরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওই খামারের মালিক রঞ্জিত কুমারের অভিযোগ, কান ছিঁড়ে যাওয়ার মতো শব্দে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল বিয়ের অনুষ্ঠানে। যার ফলে শব্দ সহ্য করতে না পেরে তার খামারে থাকা ৬৩টি মুরগি মারা যায়।

খামারের মালিক সংবাদমাধ্যমকে বলেন, উচ্চমাত্রার শব্দে মুরগিগুলো ভয় পাচ্ছিল দেখে আমি সেখানকার লোকজনকে বলেছিলাম ভলিউম কমাতে। কিন্তু তারা শোনেনি উল্টো বরের বন্ধুরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।

এ বিষয়ে একজন ভেটেরিনারি চিকিৎসকের বরাত দিয়ে রঞ্জিত কুমার বলেন, মুরগিগুলো হার্ট অ্যাটাকে মারা গেছে। বিয়েবাড়ির লোকজনের কাছে এর ক্ষতিপূরণ চাইলে অস্বীকৃতি জানায় তারা। এ বিষয়ে পুলিশে অভিযোগও করেন রঞ্জিত। অবশ্য পরে আবার সে অভিযোগ তুলে নেন।

তবে ওডিশার ঘটনাটি ‘পারস্পারিক সমঝোতার’ মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য তাদের বলেছে পুলিশ।

আজকের সর্বশেষ সব খবর