শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ঢাকায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগী!

প্রকাশিত : অক্টোবর ২১, ২০২২




জার্নাল ডেস্ক ॥ ঢাকায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা নেই। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, বারান্দার মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেক ডেঙ্গু রোগী। চিকিৎসক বলেন, ‘সিট নাই, কী করব? এভাবেই চিকিৎসা দিচ্ছি।’

এ হাসপাতালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে ভর্তির জন্য। লাইনে দাঁড়ানো রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগই জ্বর নিয়ে এসেছেন।

মেয়ের জ্বর নিয়ে ডেমরা থেকে এসেছেন কল্পনা খাতুন। পাঁচ বছরের মেয়ে বীথির ডেঙ্গু ধরা পড়েছে। বাসার আর কারও হয়েছে কি না আর মশারি ব্যবহার করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আর কারও হয় নাই। বাচ্চা ঘুমালেই মশারি দিই। ডেঙ্গু বাড়তেছে জানি, তাই বাসায় কোনো পানিও জমতে দিই না। বাচ্চাকাচ্চা তো বাইরে খেলতে যায়। কীভাবে মশা কামড়ালো বলতে পারি না।’

শাহিদা বেগম এসেছেন গাজীপুর থেকে তার স্বামীকে মকবুল হোসেনকে নিয়ে। স্বামীর দুই দিন থেকে জ্বর কমছে না বলে জানান তিনি। ধারণা করছেন ডেঙ্গু।

কতদিন থেকে জ্বর জানতে চাইলে তিনি বলেন, ‘তিন দিন হইয়া গেছে। ভাবলাম এমনি জ্বর হইলে ঠিক হইয়া যাইব, কিন্তু কমতেছে না। তাই হাসপাতালে নিয়া আসছি।’

ওই সময় দায়িত্বরত একজন চিকিৎসক বলেন, ‘রোগী প্রতিদিনই বাড়ছে। অনেকে বুঝতে পারে না ডেঙ্গু নাকি সাধারণ জ্বর। কারণ সবসময় লক্ষণ মেলে না। তাই দেরিতে আসে।’

স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ইকরামুল হক বলেন, ‘আমরা হটস্পটের (ডেঙ্গুপ্রবণ এলাকা) ভিত্তিতে অভিযান চালাচ্ছি।’

আজকের সর্বশেষ সব খবর