শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় করোনায় একদিনে রেকর্ড শনাক্ত ও মৃত্যু

প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২১




আন্তর্জাতিক ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে একদিনে রেকর্ড শনাক্ত ও মৃত্যু হয়েছে। সবশেষ দেশটিতে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৫২ জন। একইদিন মারা গেছেন ৭০ জন। এছাড়া দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়েছেন ৯ জন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার রোগ এবং প্রতিরোধ সংস্থা (কেডিসিএ)।

সংক্রমণ এড়াতে শুক্রবার এক ঘোষণায় রেস্টেুরেন্ট, সিনেমা হলসহ বেশি কিছু জায়গায় ভ্যাকসিন কার্ড দেখানো বাধ্যতামূলক করেছে সরকার। ভিড় না করারও পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ থেকে কেউ আসলে তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চাপ বাড়ছে। শুক্রবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ৭৫২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। করোনার শুরু থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

আজকের সর্বশেষ সব খবর