বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

দেশে ওমিক্রনে আক্রান্ত আরো ৩ জন, মোট শনাক্ত ১০

প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২১




জার্নাল ডেস্ক ॥ দেশে নতুন করে আরও তিনজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন আরও তিন ব্যক্তির তথ্য আপলোড করেছে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেশিয়েটিভ (আইদেশি)।

জিনোম সিকোয়েন্সের তথ্য বলছে, ওমিক্রন শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। নারী দুজনের বয়স ৪৯ এবং ৬৫, পুরুষ ব্যক্তির বয়স ৬৫। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। তাদের নমুনা গত ২৭ ডিসেম্বর সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, জিম্বাবুয়েতে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব খেলে দেশে আসা দুই নারী ক্রিকেটারের দেহে গত ১১ ডিসেম্বর প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়।

আজকের সর্বশেষ সব খবর