শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে আল্-মোস্তফা ট্রাস্টের ফ্রি-চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : মার্চ ২৪, ২০২২




মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ আল্-মোস্তফা ট্রাস্টের উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৩৬০জন অসহায় রোগীকে ঔষধসহ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ওই ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

ইউরুপ ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস ইউকে’র ব্যবস্থাপনায়, ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের আয়োজনে এবং যুক্তরাজ্য প্রবাসী মিসেস লুৎফুর নাহার ও ড. ফাহমিদা হকের অর্থায়নে দিনব্যাপী ওই ফ্রি চক্ষু ক্যাম্পে ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩৬০ জনেরর বেশী রোগীরা চিকিৎসা গ্রহণ করেছেন।

এরমধ্যে ১০০জনকে চশমা, ২৩৮জনকে ঔষধ এবং অপারেশনের উপযোগী ৩৮জনের মধ্য ২৮জন রোগীকে ফ্রি অপারেশনের জন্যে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের মাধ্যমে ফ্রি অপারেশন করানো হয়েছে।

এদিকে বিকালে ফ্রি চক্ষু চিকিৎসা সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রি চক্ষু ক্যাম্পের সমাপ্তি করা হয়। “আমিও মানুষ” মানব সেবা সংঘের সভাপতি মোঃ তারেক আহমদের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের পরিচালক শফিকুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন , ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক মিয়া, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন লেবু , চক্ষু বিশেষজ্ঞ ডা. নামমুন নাহার, (তান্নি), জোবায়ের বিন মোস্তফা, ওয়ার্ড ইন চার্জ মমতা বর্মন, কাউন্সিলিং আমিনা বেগম, ডিএ, মোঃ শামীম আহমদ, শংকর চন্দ্র দেব, বেলাল হোসাইন, প্যারামেডিক্স।

আজকের সর্বশেষ সব খবর