শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে বেতাপুর জাগ্রত সংঘের ৩৫ তম ওয়াজ মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসী

প্রকাশিত : মার্চ ১৫, ২০২১




সিরাজুল ইসলাম জীবন : হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বেতাপুর জাগ্রত সংঘের ৩৫ তম ওয়াজ মাহফিল। প্রতিবছরের মতো নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বেতাপুর পশ্চিম মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ মার্চ) দুপুরে শুরু হয়ে এ মাহফিল চলে মধ্য রাত পর্যন্ত। বেতাপুর জাগ্রত সংঘ আয়োজিত এ ওয়াজ মাহফিলে দেশ বিদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল সোবহান জিহাদি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারকাযু তাহরিকে খাতমে নবুয়্যাত কারামাতীয়া মাতলাউল উলুম মাদ্রাসার মহাপরিচালক ও জৈনপুরী দরবার শরীরের পীর ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি জৈনপুরী।

প্রধান অতিথি বলেন পৃথিবীর সকল জুলুম নির্যাতনের অবসান করতে চাইলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি কোরআন ও সুন্নাহ’র আদর্শ প্রতিষ্ঠার জন্য সকল মানুষের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ- বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, বিলপাড়ী ছাহেবজাদায়ে হযরত মাওলানা শাহ সাদিকুর রহমান, রাখালগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, ঢাকার মাদ্রাসা-ই দারুল হাবিবের প্রিন্সিপাল হযরত মাওলানা মাছুম আহমদ সিদ্দিকী, দক্ষিণ দৌলতপুরের হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল (ক্যাডেট) মাদ্রাসার পিন্সিপাল হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান, সিলেটের জানালিয়া দারুল হামদ্ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী, হযরত মাওলানা আবুল ফজল ও বেতাপুর জামে মসজিদ এর খতিব আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম প্রমুখ।

মাহফিলে বক্তব্য রাখছেন ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি জৈনপুরী।

ওয়াজ মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী মোঃ ফারুক আহমেদ চৌধুরী, আব্দুল মজিদ মিয়া তালুকদার, শাহ মশহুদ আলী, আনসার আহমেদ চৌধুরী, মহিবুর রহমান চৌধুরী, শওকতুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, শাহ এবাদুর রহমান দারা, শাহ মোস্তাকিন আলী প্রিন্স, নজমুল ইসলাম চৌধুরী, রাজন চৌধুরী, রুহেল চৌধুরী ও লুকোল চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন খয়রুল আক্তার চৌধুরী জুয়েল, শাহ মেরাজ আলী, ইমন আহমেদ চৌধুরী, জাবেদ চৌধুরী, নোমান চৌধুরী, রায়হান চৌধুরী, লায়েক চৌধুরী, সাইদুর রহমান তালুকদার ও শাহ আব্দুর রেজ্জাক আলী ।

মাহফিলে বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি জৈনপুরী।

আজকের সর্বশেষ সব খবর