বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নিত্যপণ্যের ঊর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে কৃষক দলের বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা

প্রকাশিত : মার্চ ১০, ২০২২




সুনামগঞ্জ প্রতিনিধি॥ তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা কৃষক দলের আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়।

পরে কৃষক দলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সভাপতি আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক আকুল আলী, সিরাজুল ইসলাম,ফরিদ আহমদ, ফেরদৌস আলম, লুৎফুর রহমান, খলিলুর রহমান, সাখায়াত হোসেন, সৈয়দ আজমল হোসেন, আবুল হুদা, অজিত দাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচান, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, তাহিরপুর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, তাহিরপুর বিএনপি নেতা মহিবুর রহমান, লাল মিয়া মেম্বার, আব্দুস শহিদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশের মানুষকে দিন দিন মৃত্যুর দিকে টেলে দিচ্ছে এই সরকার। দ্রুব মূল্যের দাম সারাদেশে যে ভাবে বাড়ছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই এই সরকারকে পদত্যাগ করতে হবে।

আজকের সর্বশেষ সব খবর