শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নুরজাহান রেস্টুরেন্ট ও নবান্ন রেস্তোরায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত : জুন ৯, ২০২১




জার্নাল ডেস্ক : সিলেট নগরীর তালতলা ভিআইপি রোডের নুরজাহান রেস্টুরেন্ট ও নবান্ন রেস্তোরার মালিককে জরিমানা করেছেন সিলেটে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নুরজাহান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও নবান্ন রেস্তোরাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, সরকারির নির্দেশনা মোতাবেক করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সিসিকের ভ্রাম্যমাণ আদালত নগরীতে নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।

তিনি বলেন, নুরজাহান রেস্টুরেন্ট ও নবান্ন রেস্তোরায় করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করা হচ্ছিলো। এর দায়ে এই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের সর্বশেষ সব খবর