বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নৃত্যকুড়ি নৃত্যালয়ের ১ যুগ বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : জানুয়ারি ২, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ “মোর বীনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে” হবিগঞ্জে নৃত্যকুড়ি নৃত্যালয়ের ১ যুগ বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ জানুয়ারী) জেলা শিল্পকলা একাডেমির মুরাদ মঞ্চে এ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৃত্যানুষ্ঠান এর উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম।

নৃত্যকুড়ি নৃত্যালয়ের সভাপতি গৌতম দাশ সুমনের সভাপতিত্বে ১ম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৃত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগের সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুই।

অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম তালুকদার।

নৃত্যকুড়ি নৃত্যালয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ ও নাহিদা খান সুর্মি’র যৌথ পরিচালনায় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক শামীম আহমেদ, এডহক কমিটির সদস্য আবুল ফজল, শিদ্ধার্থ বিশ্বাস, নাট্যসংঘটক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু , নাট্যকার রুমা মোদক, চলচ্চিত্র পরিচালক নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, কবি তাহমিনা বেগম গিনি, এডভোকেট সায়লা পারভীন প্রমুখ।

নৃত্যানুষ্ঠানে দেশের বিভিন্ন নৃত্যশিল্পীরা এতে অংশ নেন।

আজকের সর্বশেষ সব খবর