বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পানি চলাচলের নালা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনা মীমাংসায় স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল বলেন, ‘সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে পানি চলাচলের নালা নিয়ে শিরিশ আলী এবং শাহ আলমের গোষ্ঠীর মধ্যে বিরোধ ছিল। এরই জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে সদর থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।’

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

আজকের সর্বশেষ সব খবর