বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ফাদার হিলারিয়ান হেইগি এখন সাঈদ আবদুল লতিফ

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৩




জার্নাল ইসলাম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালেফোর্নিয়ার শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নামকরণ করেছেন সাঈদ আবদুল লতিফ।

সাঈদ আবদুল লতিফ মনে করেন, সকলে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে এবং বড় বড় হয়ে পিতা মাতার অনুসরণে অন্য ধর্মের অনুসারি হয়। পবিত্র কোরানের আয়াত অবলম্বনে হেইগি তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা জন্মের আগে একমাত্র আল্লাহরই উপাসনা করতাম এবং তাঁর কাছে আত্মসমর্পণ করতাম তাই এটি সত্যিই আমার কাছে বাড়ি ফেরার মতো।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ফাদার হেইগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেইগির আগ্রহ অনেক পুরনো। আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। নিজের নামকরণ করেন সাঈদ আবদুল লতিফ।

মুসলিম সম্প্রদায় উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখে করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।’

আজকের সর্বশেষ সব খবর