শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের খাদ্য বিতরণ

প্রকাশিত : আগস্ট ৯, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী ও প্রেরণাদাত্রী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশু পরিবারে খাদ্য বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার বাদ জোহর হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকায় সরকারি শিশু পরিবারে খাবার বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।

আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিন, মোঃ সজীব আলী, অ্যাডভোকেট প্রবাল মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মোঃ মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ডাঃ দেবপদ রায়, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শিশু পরিবারের বাসিন্দাদের মাঝে খাদ্য বিতরণ করেন এমপি আবু জাহিরসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আজকের সর্বশেষ সব খবর