শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বর্জ‍্য হিসেবে কোরবানী পশুর চামড়া আপসারন করছে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা

প্রকাশিত : জুলাই ২৪, ২০২১




সিরাজুল ইসলাম জীবন ॥ কোরবানী পশুর চামরার দর বেশ কয়েক বছর যাবত খুবই নিম্ন পর্যায়ে থাকার কারনে অনেকেই চামড়া ডাষ্টবিনে ফেলে দেন। চামড়ার টাকাটা ধর্মীয় রীতি অনুযায়ী দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

অনেকেই চামড়ার চরম অবমূল্যায়ন হওয়ায় ক্ষোভে দূঃখে তা ভাগাড়ে ফেলে দেন। তাই কোরবানির বর্জ‍্যর সাথেও পাওয়া যাচ্ছে গরুর পচে যাওয়া চামড়া।

ছবিটি শনিবার দুপুরে হবিগঞ্জ পৌর এলাকা হতে তোলা।

দেশে চামড়ার বিশাল বাজার রয়েছে। এ শিল্পের বড় জোগান দেয় কোরবানির পশুর চামড়া। বিগত সময়ে চামড়ার ব্যাপক চাহিদা থাকলেও কয়েক বছর থেকে তার দাম কমতে থাকে। আর এ বছর চামড়ার ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। তবে ভাগ্যের জোরে কেউ বিক্রি করতে পারলেও তা দিয়ে দিতে হয়েছে পানির দামে।

আজকের সর্বশেষ সব খবর