শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২১




জার্নাল ডেস্ক : সরকার ঘোষিত সাত দিনের (১৪ থেকে ২১ এপ্রিল) লকডাউনে বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের মার্চে বাংলাদেশে কভিড-১৯ শনাক্তের পর ছয় মাসেরও বেশি সময়ব্যাপী ভারতীয় ভিসা প্রদান বন্ধ ছিল। অক্টোবরে ভিসা কার্যক্রম পুনরায় শুরু হয়। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো থেকে ‘ট্যুরিস্ট ভিসা’ ব্যতীত বাকি সব শ্রেণির ভিসাই দেয়া হয় তখন। ২০১৯ সালে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ১৬ লাখের বেশি ভিসা ইস্যু করে। ভারতে সর্বাধিক সংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশ থেকেই যায়।

১৪ই এপ্রিল (বুধবার) থেকে শুরু হওয়া দেশব্যাপী বাস্তবায়িত লকডাউনের দ্বিতীয় দফায় বাংলাদেশ সরকার বাস, রেলপথ, নৌপথ ও বিমান চলাচলসহ সকল গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বন্ধ আছে সব ধরনের অফিস; জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এতে বলা হয়, ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যে কোনও জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

আজকের সর্বশেষ সব খবর