মঙ্গলবার | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা

প্রকাশিত : মার্চ ৩০, ২০২১




স্পোর্টস ডেস্ক : নেপিয়ারে জমে উঠেছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটিতে দুদলের লড়াই চলছে তুমুল। বোলিংয়ে ভালো শুরু করেছে বাংলাদেশ। এরই মধ্যে চার উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। এমন লড়াইয়ের মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত ম্যাচটি বন্ধ আছে। বৃষ্টির আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ চার উইকেটে ১০২ রান।

নেপিয়ারে তাসকিনের বলে জীবন পেয়েও থিতু হতে পারেননি অ্যালেন। জীবন পাওয়ার পর ফের শট খেলতে গিয়ে বল উঁচুতে তুলে দেন দিনি। স্কয়ার লেগে ক্যাচ ধরে নেন নাঈম শেখ। ফলে ১০ বলে ১৭ রান করে থামতে হয় অ্যালেনকে।

অ্যালেনের পর গাপটিলের ক্যাচটিও তাসকিনই ধরেন। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনের বলে ঝাপিয়ে পড়ে গাপটিলকে ফিরিয়ে দেন তিনি। এরপর গত ম্যাচে অভিষেক হওয়া শরিফুল তুলে নেন ডেভন কনওয়ের উইকেট। দলীয় ৫৫ রান তুলতে তিন উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তাঁর বদলে একাদশে ঢুকেছেন তাসকিন। প্রায় তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলছেন তাসকিন।

দেশের হয়ে সবশেষ ২০১৮ সালে টি-টোয়েন্টি খেলেন তাসকিন। ওই বছর ১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ খেলেছিলেন। এত দিন পর মুস্তাফিজের বদলে ফের সুযোগ হলো এই পেস তারকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশের মতো নিউজিল্যান্ডের একাদশেও এক পরিবর্তন আনা হয়েছে। পেস বোলার লকি ফার্গুসনকে বিশ্রাম দিয়ে আরেক গতি তারকা অ্যাডাম মিলেনকে দলে নিয়েছে স্বাগতিকেরা। সবশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

ওয়ানডে ক্রিকেটের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ। বদলেছিল নেতৃত্বও। ওয়ানডে দলে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল, টি-টোয়েন্টি সিরিজে যাকে পাচ্ছে না বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সামলাচ্ছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক বার্তা দিয়েছিলেন, ওয়ানডে সিরিজের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ব্যতিক্রম কিছু করার। কিন্তু প্রথম ম্যাচের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায় সফরকারীরা। সিরিজে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। হারলে আজ টি-টোয়েন্টি সিরিজও খোয়াবে লাল-সবুজের দল।

আজকের সর্বশেষ সব খবর