বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : নভেম্বর ৬, ২০২১




বানিয়াচং প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

শনিবার (০৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসদ সিংহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সাবরেজিস্ট্রার মোঃ ইসমত পাশা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সৈয়দ হোসেন। সভার প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক আব্দাল মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, ছোট ছোট স্বপ্ন বড় স্বপ্নে রূপান্তরিত হয় সমবায় সংগঠনের মাধ্যমে। সমবায়ীদের ঐকবদ্ধ, সততা ও আন্তরিকতার মাধ্যমে সংগঠন পরিচালিত করতে হবে। যিনি সভাপতি/সাধারণ সম্পাদক তারা যদি সহজ-সরল সমবায়ী সদস্যদের সাথে প্রতারণা করেন তাহলে সমবায় সংগঠনের মূল চেতনা ব্যাহত হবে। কাজেই সংগঠনের মূল দায়িত্বশীলদের এ ব্যাপারে সৎ ও আন্তরিক হতে হবে। ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।

আজকের সর্বশেষ সব খবর