শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২০




বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৯ জন। রোববার বিকেলে উপজেলার বাল্লা-গাজীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের রাজধর মিয়ার ছেলে নুরুল হক (৫০) ও মৃত ওয়াছিদ উল্লার ছেলে ইদ্রিছ মিয়া (৭০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষে নিহত নুরুল হকের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আলাই মিয়ার।

রোববার দুপুরে জমিতে কাজ করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২১ জন আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল হক ও ইদ্রিসকে মৃত ঘোষণা করেন। নিহত ইদ্রিস মিয়া আলাই মিয়ার পক্ষের লোক।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ দাশ জানান, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ইদ্রিস মিয়ার বুকে টেটাঁবিদ্ধ হয়ে মারা যান। তবে নুরুল হকের শরীরে কোন স্পট ছিল না।

এদিকে, পুলিশ নিহত দুইজনের লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আজকের সর্বশেষ সব খবর