শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২১




বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং সাগর দীঘির পশ্চিমপাড় খান বাংলায় আল-খলিল এডুকেশন এন্ড কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আরবিস’র ম্যানেজার নুরুল কবির, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশিববর আহমদ, আরশাদ হোসেন খান বিপলু,যুবলীগ নেতা শাহজাহান মিয়া প্রমুখ।

দিনব্যাপী পরিচালিত চিকিৎসা ক্যাম্পে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ৫জন ডাক্তারের মাধ্যমে ৪শ রোগীকে চশমা, ঔষধ প্রদানসহ বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া চোখে ছানিপড়া ৩৫ জন রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।

 

আজকের সর্বশেষ সব খবর