বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষকসহ দুইজন নিহত

প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ দুইজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ সদর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলায় যাওয়ার সড়কে ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার (৪৫) ও সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।

জানা যায়, যাত্রী নিয়ে একটি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসছিলো। ধুলিয়াখাল এলাকায় বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রোকেয়া আক্তার ও সাইফুল ইসলাম মারা গেছেন। একই ঘটনায় আহত দুইজনকে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।

আজকের সর্বশেষ সব খবর