বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বাহুবলের স্নানঘাটে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা চাষ; বাজারে বিক্রি হচ্ছে রুপচাঁদা মাছ পরিচয়ে

প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২১




এম সাজিদুর রহমান : বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় নিষিদ্ধ পিরানহার চাষ করা হচ্ছে। স্নানঘাট বাজারের আড়ৎদার হারুন মিয়াসহ একটি চক্র। বিভিন্ন বাজার ও গ্রামে গ্রামে খুচরা বিক্রেতাদের মাধ্যমে নিষিদ্ধ পিরানহার বিক্রি করানো হচ্ছে।

নিষিদ্ধ রাক্ষুসে পিরানহাকে রুপচাদা মাছ পরিচয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে বিক্রি করা হয়।

আজ ৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে স্নানঘাটের আফজল মিয়া নামের এক মাছ বিক্রেতা পিরানহাকে রুপচাঁদা বলে বিক্রির সময় কয়েকজন লোকের হাতে আটক হয়। এসময় জিজ্ঞাসাবাদে আফজাল জানায়, নিষিদ্ধ পিরানহাগুলো স্নানঘাটের হারুন মিয়ার আড়ৎ থেকে নিয়ে এসেছে। সে আরও জানায় হারুন সহ কয়েক ব্যক্তি স্নানঘাট এলাকায় কয়েকটি খামারে পিরানহার চাষ করছে। এমনকি উপজেলা মৎস্য অফিসের অনুমতি নিয়েই তারা পিরানহার চাষ করে বাজারে বাজারে বিক্রি করা হয় বলে আফজল জানায়।

দাম কম হওয়ায় ও রূপচাঁদা মাছ মনে করে এই পিরানহা মাছ ক্রয় করে রান্না করেছেন অনেকেই।

স্থানীয় সচেতন মহলের মতে, এই মাছ শরীরের জন্য ক্ষতিকর হওয়ায় তা সরকার নিষিদ্ধ করেছে। কিন্তু অনেকে তা জানেন না। তাই অসাধু মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের দ্রুত প্রদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আজকের সর্বশেষ সব খবর