বৃহস্পতিবার | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বাহুবলে অগ্নিদগ্ধ হয়ে নিহত গৃহবধূর পরিবারকে উপজেলা প্রশাসনের অনুদান

প্রকাশিত : মে ২৩, ২০২১




বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে ঈদুল ফিতরের দিন অগ্নিদগ্ধ হয়ে নিহত গৃহবধূর পরিবারকে অর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার (২৩ মে) বেলা দুইটায় নিহত গৃহবধূর স্বামীর অনুদানের ২০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

জানা যায়, গত ১৪ মে ঈদুল ফিতরের দিন বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের আব্দুল খলিল মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী আলেমা ধান সিদ্ধ দেয়ার সময় পরনের কাপড়ে আচমকাই আগুন লেগে যায়। এ সময় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নাছিম উদ্দিন ও ইউপি সচিব মোঃ মোশাহিদ তালুকদার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারকে অবহিত করেন।

এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এর নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার নিহত গৃহবধূর স্বামী খলিল মিয়ার হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, ইউপি সচিব মোঃ মোশাহিদ তালুকদার , অফিস সহকারী শহিদুল ইসলাম, ইউপি সদস্য নাছিম উদ্দিন উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর