বৃহস্পতিবার | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বাহুবলে আবারও ট্রান্সফরমার চুরি

প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২২




বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক চুরির হচ্ছে পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার। ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহকরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন বিড়ম্বনার।

ট্রান্সফরমার চুরির কোন কোন ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় জিডি এন্ট্রি করেই দায় এড়ানোর কৌশল নিয়েছে। ফলে যথাযথ তদবিরের অভাবে এসব জিডি আলোর মুখ দেখছে না। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ট্রান্সফরমার চোরেরা।

এদিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাও গ্রামে আবারও পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জানুয়ারি) ভোররাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ট্রান্সফরমার চুরির পর পাশ্ববর্তী বন্দে গিয়ে খোলে যন্ত্রাংশ নিয়ে যায়।

রাত ৩টার পর থেকে উক্ত গ্রামগুলো রয়েছে অন্ধকারে।

খবর পেয়ে সকালে পল্লী বিদ্যুতের লোকজন ও কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের জোড়ালো পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এর আগেও গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের সামনে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হোন।

আজকের সর্বশেষ সব খবর